নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ | Nodi Vora Dheou Bojho Nato Keou

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন মায়ার তরী বাও বাও গো
ভরসা করি এ ভব কাণ্ডারী
অবেলার বেলা পানে চাও চাও রে ।।
বাইতে জাননা কেন ধর হাল
মন মাঝিটা তোর হল রে মাতাল
বুঝিয়া বলো তারে
যেতে হবে পারে
হালটি ছাড়িয়া এখন দাও দাও রে ।।
বাইতে ছিল তরী পাগলা ভবা
ভাঙা তরী জলে জলে ডুবা ডুবা ।
চুবানি খেয়ে ধরেছে পায়ে
ওরে কাণ্ডারি এখন বাঁচাও বাঁচাও রে ।।

1 comment:

  1. ঝড়ের মাঝে কোষা নৌকায় নদী পার হতে গেলে ভয় ও আনন্দের এক ককটেল অনুভুতি হয়। আর এই গানটা শুনলে বার বার সেই অনুভুতিটাই ফিরে আসে, তা গানের অর্থ যাই হোক।

    ReplyDelete