সত্য বল সুপথে চল | Satya Bol Supothe Chol

সত্য—সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন
ওরে আমার মন ।
সত্য বল সুপথে চল
ওরে আমার মন ।।
খরিদ্দার মহাজন যে জন
বাটখারাতে কম –
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেমরতন
সে জন— বসে কেনে প্রেমরতন ।।
পরের দ্রব্য পরের নারি
হরণ করো না
পারে যেতে পারবে না ।
যত বার করিবে হরণ
তত বার হবে জনম ।।
লালন ফকির— আসলে মিথ্যে
ঘুরে বেরায় তীর্থে তীর্থে ।
সই হল না এক মন দিতে
আসলে তে পল কম ।।
সত্য—সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন
ওরে আমার মন ।।

No comments:

Post a Comment