Kotha R Sur | কথা আর সুর

বাংলা গানের কথার ব্লগ

ভয় দেখাস না প্লিস | bhoi dekhas na please

ভয় দেখাস না প্লিস
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই ।
তবু তোর দুচোখের রোদ 
ফিরতে মানা করবে সেই ভই পাই ।
এই শরীরটাই যা তুই চিনিস 
বাদ বাকি আমি আনকোরা
জোর করে সই পাতাই গল্প বানাই মনগরা ।
আমার অন্য রাজ্জপাঠ আমি ঘর পালানো পাখির ছদ্দবেশ
তোর কাঁধেতে বসে গান শোনাব পাই যদি আদেশ ।
অনেক রাতের পর খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছটটো  এ নদী ।
ভুলে গেলে তুই হাতরে ফিরব অন্ধকারের গান
জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান ।
জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান ।।

তুই একফালি আকাশ
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস 
তবু ফিরতে হবে বল যে কি মুস্কিল
জানি ফেরার পরে তুই 
আমায় হাটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাক নামে 
ভুল করেও আর ডাকবি না
শুধু কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমরে কাঁদবি তুই
আর গুনব আমি বদলানোর মাশুল ।
অনেক রাতের পর খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছটটো  এ নদী ।
ভুলে গেলে তুই হাতরে ফিরব অন্ধকারের গান
জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান।
জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান।।






Poraner Bandhob Re Buri Hoilam Tor Karone | পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে | Airtel Buzz Studio

কত কষ্ট করে আমি   কামাই রোজগার করে আনি
কত কষ্ট করে আমি   কামাই রোজগার করে আনি
তবু বন্ধুর মন পাইলাম নারে
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে    বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে    বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে    বুড়ি হইলাম তোর কারণে

কোদালে কাটিয়া মাটি    হাতুর দিয়া পাথর ভাঙি
কোদালে কাটিয়া মাটি    হাতুর দিয়া পাথর ভাঙি
মাথার ঘাম পায়ে ফেলি     মাথার ঘাম পায়ে ফেলি
তবু দুঃখ গেল নারে    
বুড়ি হইলাম তোর কারণে   পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে   পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে   পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে  
পরাণের বান্ধব   পরাণের বান্ধব   পরাণের বান্ধব

ভেবে সাধক অহেদ বলে   পাতার বাহার দেখে দেখে
ভেবে সাধক অহেদ বলে   পাতার বাহার দেখে দেখে
চড়াই নালায় গোছল করে   চড়াই নালায় গোছল করে
কত নারীর জীবন গেল রে
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে  বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে  বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে  বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম বুড়ি হইলাম
বুড়ি হইলাম তোর কারণে


এখন অনেক রাত (অনুপম রায়) - হেমলক সোসাইটি | Ekhon Onek Raat (Anupam Roy) - Hemlock Society


এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধবুকে তোমার মাথা
চেপে ধরে ডলছি কেমন নেশায়।

এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধবুকে তোমার মাথা
চেপে ধরে ডলছি কেমন নেশায়।

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ
আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।

তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যিমিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগ-এর নীলে।
জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো,
আমার ভেতর বাড়ছো তিলে তিলে।
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,
পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি।
আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ।
আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ
আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।

এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধবুকে তোমার মাথা
চেপে ধরে ডলছি কেমন নেশায়।

এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস ,
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ভালোবাসায় ....


সিনেমাঃ হেমলক সোসাইটি (২০১২)
শিল্পীঃ অনুপম রায়

Jao Pakhi Bolo Hawa Cholo Cholo - Antaheen | যাও পাখি বল হাওয়া ছল ছল - অন্তহীন

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে -কানাচ

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান শোনা কি?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে -কানাচ

...

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে -কানাচ


আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান শোনা কি?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে ...

...

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে -কানাচ

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান শোনা কি?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ

যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ



সিনেমাঃ অন্তহীন (২০০৯)

Nazrul Geeti: Mor Ghumo Ghore Ele Monohor | মোর ঘুম ঘোরে এলে মনহর

মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম ।
মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম ।
শ্রাবন মেঘে নাচে নটবর
শ্রাবন মেঘে নাচে নাচে নাচে
শ্রাবন মেঘে নাচে নটবর
ঝমঝম রমঝম  ছমঝম
মোর ঘুম ঘোরে এলে  ঘুম ঘোরে
ঘুম ঘোরে এলে মনহর ।
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নিপসম নিরুপম মনরম
মোর ঘুম ঘোরে এলে মনহর ।
মোর ফুল বনে ছিল যত ফুল
মোর ফুল বনে ছিল যত ফুল
ধরি ডালি দিনু ঢালি
দেবতা মোর দেবতা মোর দেবতা মোর
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল
ছি ছি বে ভুল
নিলে তুলি খোঁপা খুলি কুসুম দোল
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম
মোর ঘুম ঘোরে এলে মনহর ।



Ei Banglar Matite Mago Jonmo Amay Dio | এই বাংলার মাটিতে মা-গো জন্ম আমায় দিও

এই বাংলার মাটিতে
মা-গো জন্ম আমায় দিও।
এই বাংলার মাটিতে 
মা-গো জন্ম আমায় দিও।
এই আকাশ, নদী, পাহাড়
আমার বড় প্রিয়।
এই বাংলার মাটিতে 
মা-গো জন্ম আমায় দিও।

কোথায় বলো এতো মায়া
হাওয়াতে ভাসে ?
কোথায় বলো এতো বকুল
বসন্তে হাসে ?
শরৎ আকাশ কোথায় বলো
এমন রমণীয়।

এই বাংলার মাটিতে 
মা-গো জন্ম আমায় দিও।

বার মাসে তের পাবণ
বলো কোথায় আছে ?
মেঘের খটা দেখে এমন
ময়ূর কোথায় নাচে ?
কোথায় বলো এতো স্বপন
ধানের ক্ষেতে দোলে ?
কোথায় বলো হাসে শিশু
সুখে মায়ের কোলে ?
কোথায় বলো পল্লী বধূ
এমন কমনীয়।
এই বাংলার মাটিতে 
মা-গো জন্ম আমায় দিও।
এই বাংলার মাটিতে 
মা-গো জন্ম আমায় দিও।


Tumi Rabe Ni Rabe | তুমি রবে নীরবে হৃদয়ে মম

তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনীসম
তুমি রবে নীরবে

মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনীসম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন    মম সফল স্বপন
মম দুঃখবেদন    মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনীসম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনীসম
তুমি রবে নীরবে


সিনেমাঃ কুহেলি (১৯৭১)

রবীন্দ্রসঙ্গীত