আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে | Aaj Jotsna Raate Sabai Geche Bone

আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে ।।
যাব না গো যাব না যে,    রইনু পড়ে ঘরের মাঝে—
এই নিরালায় রব আপন কোণে।
        যাব না এই মাতাল সমীরণে ।।
আমার এ ঘর বহু যতন ক’রে
        ধুতে হবে মুছতে হবে মোরে।

আমারে যে জাগতে হবে,    কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে ।।

No comments:

Post a Comment