তোমারি বাঁকা- ও চোখ | Tomari Banka O Chokh

তোমারি বাঁকা- ও চোখ
ঝিলিক- মারে ঝিকিমিকি।
জ্বলছে এ বুকে যে
তুষের আগুন ধিকিধিকি।
তোমারি বাঁকা- ও চোখ-
একি বল সইতে পারি !
তবু না কইতে পারি !
একি বল সইতে পারি !
তবু না কইতে পারি !
মিছে কি ভেবে মরি
ও মন- পাব ঠিকই ।
এখনোতো আমি কি চায়
বুঝেও তুমি বোঝনি কি ?
জ্বলছে এ বুকে যে
জ্বলছে এ বুকে যে
তুষের আগুন ধিকিধিকি।
তোমারি বাঁকা- ও চোখ-
জানিনা মনে মনে
কি যে তুমি ফন্দি কর ।
না হয় আমায় তুমি
ওই নজর-এ বন্দি কর ।
জানিনা মনে মনে
কি যে তুমি ফন্দি কর-
তবু কি থাকবে সরে ?
দূরে কি রাখবে মোরে ?
মনে হয় এবার আমি-
আরও ভালবাসতে শিখি ।
এখনোতো আমি- কি চায়
মনে মনে খোঁজনি কি ?
জ্বলছে এ বুকে যে
তুষের আগুন ধিকিধিকি।
তোমারি বাঁকা- ও চোখ-
ঝিলিক- মারে ঝিকিমিকি ।

 --সিনেমাঃ জীবন জিঙ্গাসা ১৯৭১
 --কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
 --সুরঃ শ্যামল মিত্র
 --শিল্পীঃ শ্যামল মিত্র

Find This Song on YouTube


No comments:

Post a Comment