অন্ধকারের উত্স হতে উত্সারিত আলো | andhokarer utsho hote utsarito alo

অন্ধকারের উত্স হতে উত্সারিত আলো 
সেই তো তোমার আলো !
সকল দন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো 
সেই তো তোমার ভালো ।।
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তো তোমার গেহ ।
সমরঘাতে অমর করে  রুদ্রনিঠুর স্নেহ
সেই তো তোমার স্নেহ ।।
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান ।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ 
সেই তো তোমার প্রাণ ।
বিশ্বজনের পায়ের মাঝে ধুলিময় যে ভূমি
সেই তো স্বর্গভূমি ।
সবায় নিয়ে সবার মাঝে  লুকিয়ে আছ তুমি
সেই তো আমার তুমি ।।


No comments:

Post a Comment