আমি যে জলসাঘরের - অ্যান্টনি ফিরিঙ্গী(১৯৬৭) । Ami Je Jolsha Ghore - Antony Firingee (1967)

আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে

নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর।
আমি যে জলসাঘরে

আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমি যে আতর ওগো
আতরদানী ভরা।
আমারই কাজ হলো যে
গন্ধে খুশী করা।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার।
আমি যে জলসাঘরে

হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে।
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
আমি যে জলসাঘরে

সিনেমাঃ অ্যান্টনি ফিরিঙ্গী(১৯৬৭)
শিল্পীঃ মান্না দে


No comments:

Post a Comment