ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে | O Mon Kakhan Shuru Kakhan Je Shesh Ke Jane Lyrics

ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ?
ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ?
এ যে বাজিকরের খেলা রে মন , বাজিকরের খেলা রে মন -
যার খেলা হয় সে জানে !
ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ?

ও মন তারই হাতের একতারা যে আমি
সে বাজালে বাজি আবার- সে থামালে থামি
সে বাজালে বাজি আবার- সে থামালে থামি
বুঝিনা এ কোন ক্ষ্যাপামি
বুঝিনা এ কোন ক্ষ্যাপামি
ও সে জগত মেলায় পুতুল নাচায়
কে বোঝে বল সেই মানে
এ যে বাজিকরের খেলা রে মন , বাজিকরের খেলা রে মন -
যার খেলা হয় সে জানে !
ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ?

আমার দয়াল বন্ধু আছে তো সেই জনা
যার দয়াতে হয় সকল ব্যাথা, আনন্দেরই সোনা
হয় সে , শুধা রসের কণা
হয় সে , শুধা রসের কণা
আমি তার ঠিকানাই খুঁজে বেড়াই
এ-পার ও-পার সবখানে
এ যে বাজিকরের খেলা রে মন , বাজিকরের খেলা রে মন -
যার খেলা হয় সে জানে !
ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ?
ও মন কাখন শুরু কাখন যে শেষ কে জানে ......

শিল্পিঃ শ্যামল মিত্র , সন্ধ্যা মুখোপাধ্যায়
সিনেমাঃ কমল লতা(১৯৬৯)

No comments:

Post a Comment