Hanuman.com :2013 যত দূরে যাবে চোখ তুমি ছাড়া- কিচ্ছু নেই কেউ কোথাও । Jato Dure Jabe Chokh Tumi Chhara Kicchu Nei Keou Kothaou

যত দূরে যাবে চোখ তুমি ছাড়া- কিচ্ছু নেই কেউ কোথাও -
নোনা জলে ডুবে আছে  গোটা পাড়া সাবধানে দুঃখ দাও ।
থাক পাথর মন বোঝাই  - দূর থেকেই হাত পাঠাই
জুরে যেতে চাই -
যত দূরে যাবে চোখ তুমি ছাড়া- কিচ্ছু নেই কেউ কোথাও -
নোনা জলে ডুবে আছে  গোটা পাড়া সাবধানে দুঃখ দাও ।
থাক পাথর মন বোঝাই  - দূর থেকেই হাত পাঠাই
জুরে যেতে চাই -
ঠোঁট ফাটা চোরকাঁটা নোনতা বিষ ।
জলছবি বান্ধবী নেইল -পালিশ ।
ঠোঁট ফাটা চোরকাঁটা নোনতা বিষ ।
জলছবি বান্ধবী নেইল -পালিশ ।

হাওয়া দিল যেন সারা পৃথিবীতেই পাঁচটা  বাজে -
নেভা আলো কোলকাতা সন্ধ্যা  নেমেছে তাজে ।
হাওয়া দিল যেন সারা পৃথিবীতেই পাঁচটা  বাজে -
নেভা আলো কোলকাতা সন্ধ্যা  নেমেছে তাজে ।
মুখচোরা শাহ্‌জাহান জুড়তে চায় ভাঙা গান
সেলো টেপে টা-
ব্ল্যাকবেরি খুবদেরি রোজ নালিশ ।
কাঁচ ভাঙা মাছ রাঙা ঠিক থাকিস ।
ব্ল্যাকবেরি খুবদেরি রোজ নালিশ ।
কাঁচ ভাঙা মাছ রাঙা ঠিক থাকিস ।
তবু কিছু দূরে যাওয়া পিছু ফিরে দেখতে মানা ।
জুরে যাওয়া কাহিনীরা একে একে মেলবে ডানা ।
তবু কিছু দূরে যাওয়া পিছু ফিরে দেখতে মানা ।
জুরে যাওয়া  কাহিনীরা একে একে মেলবে ডানা ।
জুড়তে চায় দশ আঙ্গুল -
যাও তফাৎ মিথ্যে ভুল !
শোন ডাক মাশুল -
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস -
ব্যান্ড পার্টি  বরশাতি পাশবালিশ ।
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস -
ব্যান্ড পার্টি  বরশাতি পাশবালিশ ।
হাত রুটি হাফ ছুটি চিংড়ী ফিস -
ব্যান্ড পার্টি  বরশাতি পাশবালিশ ।

শিল্পীঃ অনুপম রয়
সিনেমাঃ হনূমান.কম

No comments:

Post a Comment