যা যা বেহায়া পাখি যানা | Jaja Behaya Pakhi Jana


যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা -
কেউ করেনি মানা অন্য কোথা যানা । 
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা -
কেউ করেনি মানা অন্য কোথা যানা । 

বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
বউ নই তবু বউ কথা কউ বলে কেন পাখি ডাকে ?
এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ ?
ঘোমটা পরে কে থাকে ?
এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ ?
ঘোমটা পরে কে থাকে ?

কিছুতেই সইবনা শাশুড়ির গঞ্জনা 
তাই বলি -আমি তাই বলি
পাখি তুই যানা যানা যানা যাযা যা যাযা যা -
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা -
কেউ করেনি মানা অন্য কোথা যানা ।

তবু কোনদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে -
তবু কোনদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে -
আমায় পায়ে ধরে যদি সেধে নিয়ে যায় কখন কারও ঘরে ।
আমায় পায়ে ধরে যদি সেধে নিয়ে যায় কখন কারও ঘরে ।

তখনই ডাকলে পড়ে  সারা নাই দেব তরে
বলবনা আমি বলবনা আর বলবনা -
পাখি তুই যানা যানা যানা যাযা যা যাযা যা -
এখন যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা -
কেউ করেনি মানা অন্য কোথা যানা ।
যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যানা -
কেউ করেনি মানা অন্য কোথা যানা ।



সিনেমাঃ ধন্যি মেয়ে (১৯৭১)
সুরঃ নচিকেতা ঘোষ
শিল্পিঃ আরতি মুখোপাধ্যায়


Find This Song on YouTube





No comments:

Post a Comment