বিরস দিন বিরল কাজ | Biroso din birolo kaj

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারহে ।।
       http://kotharsur.blogspot.in/
       একেলা রই আলসমন,   নীরব এই ভবনকোণ,
       ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ   অপরাজিত ওহে ।।
       http://kotharsur.blogspot.in/
কানন -'পরছায়া বুলায় ঘনায় ঘনঘটা ।
গঙ্গা যেন হেসে দুলায় ধুর্জটির জটা ।
      যেথা সে রয় ছাড়িল পথ,  ছুটালে ওই বিজয়রথ,
      আঁখি তোমার তড়িতবত   ঘন ঘুমের মোহে ।।


No comments:

Post a Comment